Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন কুমিল্লা-ময়মনসিংহ সিটি মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ১১:৪৫

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নির্বাচিত মেয়র একরামুল হক টিটু শপথ নিয়েছেন।

একই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলররা।

বৃহস্পতিবার (এপ্রিল ৪) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা শপথ গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বিল্লাল মিয়া এবং হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার।

পরে ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ময়মনসিংহ সিটি মেয়র

সারাবাংলা/এনআর/ইআ

কুমিল্লা সিটি মেয়র ময়মনসিংহ সিটি মেয়র শপথ গ্রহণ সিটি মেয়র

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর