তাইওয়ানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯, নিখোঁজ ৫০
৪ এপ্রিল ২০২৪ ১১:০৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২৪ ১১:১০
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৯০০ জন। এ ছাড়া স্থানীয় একটি হোটেলের মিনিবাসে ভ্রমণ করা কমপেক্ষ ৫০ জন শ্রমিক এখনও নিখোঁজ আছেন বলে জানা গেছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে স্থানীয় সময় ৭টা ৫৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এতে অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে। এর অর্ধেকের বেশিই হুয়ালিয়েনে। আর ধসে পড়া এসব ভবনে অন্তত ২০ জন আটকা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা ছিল সাড়ে ১৫ কিলোমিটার।
এদিকে বুধবার তাইওয়ানে ভূমিকম্পের পরপর দেশটিসহ জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য জোর পরামর্শও দেওয়া হয়। এর একদিন পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) জাপানের হোনশু শহরের পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
সারাবাংলা/ইআ