Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে পাটকলের আগুন, শত কোটি টাকার ক্ষতির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ০১:১৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২৪ ১১:১২

ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ছবি: সারাবাংলা

খুলনা: প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে খুলনার রূপসা উপজেলার সালাম জুট মিলের গুদামের আগুন। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের পাশাপাশি নৌ বাহিনীও আগুন নেভাতে কাজ করেছে। পাটকল কর্তৃপক্ষ বলছে, শর্ট সার্কিট থেকে লাগা আগুনে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ওই পাটকলের আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে পাটকলটিতে আগুন লেগেছিল।

বিজ্ঞাপন

মিল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাবুসা চৌরাস্তা মোড়ের কাছে অবস্থিত সালাম জুট মিলসের তিন নম্বর গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি গুদামেও। এ সময় গুদামে কর্মরত শ্রমিকরা ভয়ে গুদাম থেকে বের হয়ে যান।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। পরে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন বাড়তে থাকায় রাতে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়। যোগ দেয় নৌ বাহিনীও। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটসহ সবার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, বিকেলে পাটকলে আগুন লাগার খবর পেয়ে খুলনার বয়রা, রূপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। আগুনে অনেক পাট পুড়ে গেছে।

কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অনেক পাট পুড়লেও ক্ষয়ক্ষতির তথ্যও প্রাথমিকভাবে জানাতে পারেন সংস্থাটি।

বিজ্ঞাপন

তবে সালাম জুট মিলের ব্যবস্থাপক বশির আহম্মেদ বলেন, ৩ নম্বর গুদামে অবস্থিত একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে ১ নম্বর ও ২ নম্বর গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালান বলেন, তিনটি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন। এগুলোর মূল্য দেড় কোটি টাকারও বেশি। কাঁচা পাট ছিল ১৩০০ টন, যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। যন্ত্রপাতিসহ আরও অনেক কিছু ছিল। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সারাবাংলা/টিআর

খুলনা টপ নিউজ পাটকলে আগুন পাটকলের গুদামে আগুন সালাম জুটমিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর