Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূর্য সম্রাটের সাম্রাজ্যে


২৭ মে ২০১৮ ০৯:১৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৪

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

ঢাকা: জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে এসে এতদিনে গ্রীষ্মকাল একটু নিজ রূপে বিকশিত হতে পেরেছে। আকাশ অবশেষে দখলে এসেছে সূর্য সম্রাটের।

আজ সারাদিনের মেঘকে একদম কোণঠাসা করে রাখবে মহা প্রতাপশালী সূর্য। সে সুযোগে গরমটাও বাড়বে খুব দাপটে, আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি। আর সূর্যের অতিবেগুনী রশ্মির ইনডেক্স সহসাই ১২ তে পৌঁছে যাবে।

এত গরমে যখন আমরা অস্থির হয়ে যাবো তখন বেলা ৪টার দিকে একটা ঝড় হওয়ার সম্ভাবনাও আছে তখন হয়তো গরম কমে যাবে।

রোদ থাকলেও আকাশে মেঘের খেলা আছে। আছে ঝড়ের সম্ভাবনাও। যদি আবহাওয়ার খুব বেশি পরিবর্তন না হয় তবে বেলা চারটার দিকে একটা ঝড় আসবে।

অফিস ফেরতদেরই যুদ্ধ হবে এই ঝড়ের সঙ্গে। তাই একটা ছাতা সঙ্গে নিয়েই যাওয়া ভালো। রোদেও কাজে আসবে, বৃষ্টিতেও।

শুভ কাটুক সপ্তাহের প্রথম দিনটি।

সারাবাংলা/এমএ/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর