Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠাল ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ২২:০২ | আপডেট: ৪ এপ্রিল ২০২৪ ০২:১০

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৭ জন ভিক্ষুককে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) ও এর আগের দিন রাজধানীর গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকায় ভিক্ষুকমুক্ত করতে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার দুপুরের অভিযানে গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ জন ভিক্ষুককে এবং এর আগে গতকাল মঙ্গলবারের অভিযানে ৭০ জন ভিক্ষুককে সরকারি আশ্রয় কেন্দ্রে পুনর্বাসনের লক্ষ্যে পাঠানো হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বলেন, ঢাকার বিভিন্ন এলাকাকে ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণা করার পরও সম্প্রতি ওই সব এলাকায় ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে গুলশান বারিধারা এলাকায় বিদেশি নাগরিকদের হয়রানি করতে দেখা যায়। আমরা অভিযান শুরু করেছি, এটি অব্যাহত থাকবে।

সারাবাংলা/আরএফ/এনইউ

টপ নিউজ ডিএনসিসি ভিক্ষুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর