Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে কামিয়াব হব: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১৭:৫৩ | আপডেট: ৩ এপ্রিল ২০২৪ ২৩:৫৪

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সারাদেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এখানে মানুষের অধিকার বলতে কিছু নেই। গণতন্ত্র বলতে কিছু নেই, এখানে সংগ্রাম করে চলেছি। আমরা বিশ্বাস করি জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে কামিয়াব হবো।’

বুধবার (৩ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় জেলা বিএনপির প্রয়াত সভাপতি তৈমুর রহমানের কবর জিয়ারত শেষে পরিবার-পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পৃথিবীতে কোন স্বৈরাচারি শক্তি বেশিদিন টিকতে পারেনি। হিটলার ও নমরুদ ধ্বংস হয়ে গেছে। মানুষের পক্ষে না থাকলে বা তার কল্যাণে কাজ না করলে টিকে থাকা যায় না।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রশাসন আপনাদের নির্যাতন করে। আপনারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন, এখনও হচ্ছেন। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়। তারপরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বড় বিজয়। কখনও পরাজিত মনোভাব নেবেন না।’

এরপর তিনি ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আইনজীবীদের আয়োজনে ইফতার মাহফিলে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ অনেকে।

সারাবাংলা/এমও

কামিয়াব টপ নিউজ তারেক রহমান বিশ্বাস মির্জা ফখরুল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর