Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে কৃষক নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১৭:২৮

ময়মনসিংহ: তারাকান্দায় বোরো ফসলের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) সকালে গালাগাঁও ইউনিয়নের চর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিপুল সরকার (৪২) চরপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, আজ (বুধবার) সকালে শিপুল সরকার তার বোরো ধানের জমিতে সেচ দিতে গেলে একই গোষ্ঠীর সাহাব উদ্দিন ওরফে সাতু ও মুহসিনের লোকজন বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়।

আহতদের মধ্যে শিপুল সরকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।

আটকরা হলো চর পাড়া গ্রামের সাহাব উদ্দিন (৪২), ওয়াসিম (৪৫) ও ময়মনসিংহ নগরীর ঝিনুক মিয়া (২২)। আটকরা তারাকান্দা থানা হেফাজতে রয়েছে।

তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ওয়াজেদ আলী জানান, ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমও

কৃষক নিহত জমি সেচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর