Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার দিশেহারা হয়ে পড়েছে: মঈন খান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১৬:৫৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২৪ ১৭:৫২

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমরা ‘একতরফা’ ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ৯৫ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এতে সরকার দিশাহারা হয়ে পড়েছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে কারা নির্যাতিত বিএনপি নেতাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের নির্যাতিত নেতা-কর্মীদের খোঁজ-খবর নিচ্ছেন। যে কোনো পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের পাসে দাঁড়ানোর নির্দেশ দিচ্ছেন। সবার কাছে এই মেসেজ পাঠিয়ে দিচ্ছেন, আপনারা কেউ একা নন। পুরো দল আপনাদের সঙ্গে আছে।’

বিএনপির এই বর্ষীয়ান নেতা প্রথমে সদ্য কারামুক্ত বিএনপি নেতা এসএম জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান। পরে তিনি সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের বাসায় যান এবং তাদেরকে দলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ ড. মঈন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর