Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছর পর দলে ফিরেই নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেসওয়েল!

স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৪ ১২:০৫

দলে ফিরেই কিউইদের নেতৃত্ব দেবেন ব্রেসওয়েল

প্রায় এক বছর আগে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ইনজুরি থেকে ফেরা নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল দলে ফিরেই পাচ্ছেন অধিনায়কের দায়িত্ব! পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য ঘোষিত দলের নেতৃত্বের ভার পড়েছে ৩৩ বছর বয়সী ব্রেসওয়েলের কাঁধেই।

গোড়ালির ইনজুরির কারণে এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন ব্রেসওয়েল। সবশেষ গত বছরের মার্চে জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন ব্রেসওয়েল। সুস্থ হয়ে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের স্কোয়াডে ফিরেছেন তিনি। আইপিএল, কাউন্টি ক্রিকেট ও ব্যক্তিগত কারণে মূল দলের ৯ জন ক্রিকেটারই থাকছেন না এই সিরিজের। আর এই কারণেই তারুণ্যনির্ভর দল নিয়েই পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড। বেশ কিছু ক্রিকেটারের অভিষেক হবে এই সিরিজে।

বিজ্ঞাপন

তরুণ নিউজিল্যান্ড দলের নেতৃত্ব ভালোভাবে দিবেন ব্রেসওয়েল, বলেই বিশ্বাস নিউজিল্যান্ড নির্বাচক স্যাম উইলসের, ‘অনেকদিন মাঠের বাইরে থাকার পর ব্রেসওয়েলের ফেরা দেখে ভালো লাগছে। সে ওয়েলিংটনের হয়ে অধিনায়কত্ব করেছে, নিউজিল্যান্ড ‘এ’ দলকেও নেতৃত্ব দিয়েছে। তাই পাকিস্তান সফরে আমরা তার উপরেই ভরসা রাখছি।’

আগামী ১২ এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে নিউজিল্যান্ড। ১৮ এপ্রিল রাওালপিন্ডিতে হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০। এরপর ২০,২১ তারিখের দুটি ম্যাচও হবে এখানেই। শেষ দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ এপ্রিল, ভেন্যু লাহোর।

নিউজিল্যান্ড স্কোয়াড– মিচেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জস ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, কওল ম্যাককোচি, অ্যাডাম মিলনে, জিমি নিশম, উইল ওরুকি, টিম রবিনসন, বেন সিয়ার্স, টি সেইফার্ত, ঈস সোধি।

বিজ্ঞাপন

 

 

 

সারাবাংলা/এফএম

নিউজিল্যান্ড পাকিস্তান ব্রেসওয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর