লন্ডন এক্সপ্রেসের বাসে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি
২ এপ্রিল ২০২৪ ২০:২০ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ ২৩:০৭
ঢাকা: ১ এপ্রিল রাজধানীর ডেমরা এলাকার ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেস-এর ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক মো. ছালেহ উদ্দিনকে। কমিটির সদস্য সচিব ডিএডি মো. শামসুজ্জোহা এবং সদস্য ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণি।’
শাহজাহান শিকদার জানান, ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এদিকে, বাসে আগুনের ঘটনায় ডিএমপি ও র্যাবের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে। এ ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না তা খুঁজতে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো।
সারাবাংলা/ইউজে/পিটিএম