Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র অনলাইনে জমা দিতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ১৭:৪২ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ ২৩:০৭

রাজশাহী: আসন্ন উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র অনলাইনে জমা দিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘আগে দুই ভাগে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ ছিল। এবার অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।’

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের দেশ ডিজিটালাইজডভাবে এগিয়ে যাচ্ছে। পুরো বিশ্ব অনেক এগিয়ে গেছে। আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমরা চায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে। কোনো প্রার্থী মনোনয়ন জমা দিতে গিলে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। অনলাইনে জমা দিলে তা ঘটবে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রার্থীর জামানতের বিষয়ে পরিবর্তন এসেছে। উপজেলা চেয়ারম্যানের এক লাখ টাকা জামানত। ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা ও নারী ভাইস চেয়ারম্যানের জামানত আগেরটাই রয়েছে। বিগত নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীকে ২৫০ জনের স্বাক্ষর জমা দিতে হত। সেটা এখন আর দিতে হবে না। স্বাক্ষর দেওয়ার ফলে একটা ভোটার উন্মুক্ত হয়ে যাবে। ভোটারের গোপনীয়তা রক্ষার স্বার্থে স্বতন্ত্রপ্রার্থীর স্বাক্ষরের বিষয়টি তুলে দেওয়া হয়েছে’।

তিনি বলেন, ‘ইভিএম দিয়ে আমরা সবগুলো নির্বাচন করতে পারলে খুশি হতাম। ইভিএম নিয়ে সেই স্বক্ষমতা নেই। এখন যে ইভিএমগুলো ভালো, কাজ করতে সক্ষম সেগুলো দিয়ে নির্বাচন করতে চেয়েছি। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ও পাবনা জেলায় ইভিএম মেশিনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জেলাগুলোর সব ধাপের নির্বাচনের ভোটগ্রহণ ইভিএমে হবে। আর বিভাগের বাকি জেলাগুলোর সব ধাপের নির্বাচনের ভোটগ্রহণ ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘জাতীয় নির্বাচনে যে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, আমরা সেটা থেকে কোন ক্রমেই নিচে নামতে চাই না। সেখান থেকে আরও উপরে উঠে যেতে চাই। আমাদের দেশে সব সময়ের জন্য একটা নির্বাচনের পরিবেশ তৈরি হয়, বিরাজ করে, সেটা আমাদের কমিশন চাই। সেটা চাইতে হলে সবার সম্বনয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের দুইটা ধাপের নির্বাচন একবারে কাছাকাছি সময়ের মধ্যে হবে। প্রথম ধাপের নির্বাচন ৮ মে, দ্বিতীয় ধাপের নির্বাচন ২১ মে। এবার আইন, আচরণবিধি উপজেলা নির্বাচন আইনে কিছু পরিবর্তন এসেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এসময় রাজশাহী বিভাগের সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

অনলাইন উপজেলা জমা টপ নিউজ নির্বাচন মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর