Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ১৭:৩৮ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ ১৮:২০

বেনাপোল: যশোর শহর থেকে নিখোঁজের একদিন পর একটি ডোবা থেকে জোনাকি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।

পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানার পুলিশ যখন মরদেহটি উদ্ধার করে ডাঙ্গায় তুলেছিল তখন শিশুটির মুখে, হাতে, পায়ে ও গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।

শিশুটির বড় ভাই তাওহিদ হোসেন চয়ন সাংবাদিকদের বলেন, গত ৫ বছর আগে আমার মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদ হয়। আমার মা এখন তুরস্কে আছেন। বাবা সৎ মা নার্গিস বেগমকে নিয়ে রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন। পাঁচদিন আগে জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে আব্বার রেলগেটের বাসায় বেড়াতে যায়।

তিনি বলেন, সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে জোনাকীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ফেসবুকে স্ট্যাটাস এবং কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করি। আজ দুপুরে বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুরপাড় থেকে বোনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি দাবি করেন, সৎ মায়ের সঙ্গে আমাদের বনি-বনা হচ্ছিল না। ধারণা করছি, বোনকে হত্যা করা হয়েছে এবং ওই হত্যাকাণ্ডের সঙ্গে আমার সৎ মা জড়িত।

যশোর কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সোমবার থানায় একটা সাধারণ ডায়েরি হয়েছে। আজ শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে। কী কারণে মেয়েটির মৃত্যু হয়েছে ,তা ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর জানা যাবে।

এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির সৎ মাকে পুলিশি হেফাজতে আনা হয়েছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

টপ নিউজ ডোবা থেকে লাশ উদ্ধার শিশুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর