রাঙ্গামাটিতে কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন ২ সাংবাদিক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ১৫:৪৯
২ এপ্রিল ২০২৪ ১৫:৪৯
রাঙ্গামাটি: রাঙ্গামাটির দুই সাংবাদিককে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে নিজ কক্ষে রাঙ্গামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান দুই সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর করেন।
অসুস্থ ও দুঃস্থ ক্যাটাগরিতে চেক পাওয়া দুই সাংবাদিক হলেন- রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি মো. সাখাওয়াত হোসেন রুবেল ও লংগদু উপজেলা প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মুছা।
দু’জনের মধ্যে সাখাওয়াত হোসেন রুবেলকে ১ লাখ টাকা ও ওমর ফারুক মুছাকে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
চেক হস্তান্তরকালে রাঙ্গামাটি প্রেসক্লাব সাধারণ আনোয়ার আল হক ও লংগদু প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরমান খান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও