Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কের পাশে অজ্ঞাত মরদেহ, ‘স্বাভাবিক মৃত্যু’ বলছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ১৫:১২

নাটোর: বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা-পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা বাসের টিকিটের সূত্র ধরে সোমবার রাতের কোনো একসময়ে বাস থেকে নামার পরে তার মৃত্যু হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধারের পর মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।’

সারাবাংলা/এমও

অজ্ঞাত মরদেহ পুলিশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর