Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রী-এমপি-নেতাদের নির্দেশনা দিলেন কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ১৪:২৯ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ ১৬:০১

ফাইল ছবি

ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মন্ত্রীসহ দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের উদ্দেশে সাংগঠনিক নিদের্শনা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক এক বিবৃতিতে তিনি বিভিন্ন নির্দেশনা দেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘গত ৭ জানুয়ারি ২০২৪ তারিখে শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক। ইতোমধ্যে নির্বাচন কমিশন ২টি ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং ধাপে ধাপে উপজেলা পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’

এখানে মন্ত্রী-এমপিদের কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রশাসনও শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে। কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করলেও দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে এবং ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোট দেবে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে নির্বাচনে কোনোপ্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় এমপি ও নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়।

সারাবাংলা/এনআর/এমও

উপজেলা নির্বাচন টপ নিউজ মন্ত্রী-এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর