Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভারতীয় মদের চালানসহ আটক ১

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ০৮:৩৩ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ ০৯:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় মদের একটি চালান আটক করেছে পুলিশ। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) ভোরে সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকায় পিকআপে তল্লাশি চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেফতার মো. আবদুল্লাহ (২৬) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘পিকআপ ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাইয়ের দিক থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আমাদের কাছে তথ্য ছিল, সেখানে বিদেশি মদ আছে। এর ভিত্তিতে আমরা পিকআপটিকে থামার সংকেত দেই। তখন পিকআপ রেখে চালক ও আরেকজন পালিয়ে যাচ্ছিল। আমরা ধাওয়া দিয়ে আবদুল্লাহকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।’

‘পিকআপে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৭২ বোতল মদ উদ্ধার করা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। আটক আবদুল্লাহ ফেনী-কুমিল্লার সীমান্তপথে মাদক চোরাচালানে জড়িত বলে আমাদের সন্দেহ।’

আটক আবদুল্লাহ এবং পিকআপ চালকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ পরিদর্শক সোলাইমান জানান।

সারাবাংলা/আরডি/এনএস

ভারতীয় মদ সীতাকুণ্ড উপজেলা

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর