Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধবা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালায় চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ২০:১০

ঢাকা: বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চূড়ান্ত অনুমোদনে ভাতা গ্রহীতার বছরে সর্বনিম্ন আয় ১৫ হাজার টাকার নিচে নির্ধারণ করা হয়েছে। এর আগে এই আয়ের সীমা ছিল ১২ হাজার টাকা। পাশপাশি ভাতা গ্রহীতাদের আবেদন অনলাইনে করার বিষয়টিও যোগ করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকার দীর্ঘ দিন ধরে বিধবা ও স্বামী নিগৃহীতা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বর্তমানে অর্থাৎ ২০২৩ সালে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা গ্রহীতার সংখ্যা ২৫ লাখ ৭৫ হাজার। এই সংখ্যক ভাতা গ্রহণকারী মাসে জনপ্রতি ৫৫০ টাকা পেয়ে থাকেন।’

তিনি আরও বলেন, ‘২০১৩ সালে এ সংক্রান্ত যে নীতিমালা প্রণয়ন করা হয় সেখানে কিছু বিষয় না থাকায় সেগুলো যোগ করে নীতিমালাটি আপডেট করা হয়। আগের নীতিমালায় কারা পাবে সে যোগ্যতায় বলা ছিল, তার বছরে আয় ১২ হাজার টাকার নিচে থাকতে হবে। নতুন চূড়ান্ত হওয়া নীতিমালায় তা ১৫ হাজার টাকার নিচে তারা পাবেন।’

এ ছাড়া, মোবাইলে ভাতা পাঠানোর বিষয়টিও কোম্পানিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আগে বিষয়টি মৌখিক ছিল। এখন নীতিমালায় যুক্ত করা হয়েছে। মাহবুব হোসেন বলেন, ‘সাহায্য পেতে অনলাইনে আবেদন করা হবে। গ্রামে ডিজিটাল সেন্টারে গিয়েও করতে পারবেন তারা। এটা আগে পরীক্ষামূলক ছিল। এখন নীতিমালায় যুক্ত করা হয়েছে।’

এছাড়া, আমদানি ও রফতানি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে আমদানি ও রফতানি যে আইন রয়েছে সেটি ১৯৫০ সালের। সেই আইনটি যুগপোযোগী করা হয়েছে। নতুন আইনে এক্সপোর্ট পলিসির বিষয় দেখবে বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমান আইনে এটা অন্তর্ভুক্ত ছিল না।’

বিজ্ঞাপন

এদিন ব্রাজিলের সঙ্গে বাণিজ্য সুবিধা বাড়াতে চুক্তির প্রস্তাবে অনুমোদন, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন ২০২৪ এর খসড়া অনুমোদন, বাংলাদেশ ট্রেন অ্যান্ড ট্যারিফ কমিশন আইনের সংশোধনী খসড়ায়ও অনুমোদন দেওয়া হয়।

নির্ধারিত আলোচ্য সূচির বাইরে কোনো আলোচনা বৈঠকে হয়ছে কি না? এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মূলত আজ ছুটির বিষয়টি নিয়ে আলোচনা। তবে কোনো নির্দেশনা দেননি। আলোচনা হয়নি বুয়েট বিষয়েও।’

সারাবাংলা/জেআর/পিটিএম

কর্মসূচি বিধবা ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর