Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষামূলক উড়লো ইউএস-বাংলার এয়ারবাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ১৬:৪৫

ঢাকা: পরীক্ষামূলকভাবে আকাশে উড়লো ইউএস-বাংলার ৪৩৬ আসনের ৩৩০-৩০০ এয়ারবাস।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০ বছর যাত্রাপথে ৩১ মার্চ রোববার বাংলাদেশের আকাশ পরিবহনে এটি যুগান্তকারী ঘটনা বলে প্রতিষ্ঠানটি মনে করছে।

সোমবার (১ এপ্রিল) ভোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এয়ারবাসটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১০ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেয়। এরপর সেটি ঢাকায় ফিরে আসে। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে ৩০ মিনিট।

এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে খুব শীঘ্রই ইউএস-বাংলার ঢাকা-দুবাই, ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দ্রুততম সময়ে ঢাকা থেকে জেদ্দা রুটে এয়ারবাসটি দিয়ে ফ্লাইট চালানো হবে।

আগামী দুই মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত হতে চলেছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

ইউএস-বাংলা এয়ারবাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর