আদালতের আদেশ শিরোধার্য: বুয়েট উপাচার্য
১ এপ্রিল ২০২৪ ১৫:৩৮ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ১৭:১৬
ঢাকা: ২০১৯ সালের ১১ অক্টোবর বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। ফলে বুয়েটে রাজনৈতিক কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই।
এদিকে, হাইকোর্টের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বুয়েট উপাচার্যের স্পষ্ট বক্তব্য— ‘আদালত যা বলবে, তা আমাদের মানতে হবে। আদালতের আদেশ শিরোধার্য।’
সোমবার (১ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার এসব কথা বলেন।
আদালত অবমাননার সুযোগ নেই জানিয়ে সত্যপ্রসাদ মজুমদার বলেন, ‘আমাকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই করতে হবে। কোর্টের অবমাননা আমরা করতে পারব না। আমরা আমাদের উকিলের সঙ্গে আলোচনা করব। কোর্টের নিয়ম অনুযায়ী তো আমাদের চলতে হবে।’
তিনি বলেন, ‘আদালতের রায় আমাদের দেখতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শ অনুযায়ী আমরা এগোবো। যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ব্যাঘাত না ঘটে। আর রাষ্ট্রীয় মর্যাদাও যেন ক্ষুণ্ন না হয়’
বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পুনঃপ্রচলন প্রসঙ্গে বুয়েট উপাচার্য বলেন, ‘ছাত্র-শিক্ষক সবাই মিলে কাজ করতে হবে। ছাত্ররাজনীতির পরিস্থিতি পরিবর্তনে কাজ করতে হবে।’
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বাইরে কিছু করার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমি একা কিছু করতে চাইলে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে না। যেটাই করি না কেন সেটি আমার অরডিনেন্সে ইনক্লুড হতে হবে। আর এটার জন্য মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। বিশ্ববিদ্যালয় চলবে অর্ডিন্যান্স অনুযায়ী। এই অর্ডিন্যান্সের প্রতিটি লাইন বাই লাইন আমাকে মেনে চলতে হবে।’
তিনি বলেন, ‘আগে আমাদের ছিলো ইউকসু। সেটির কার্যক্রম এখন নেই। এখন শিক্ষার্থীরা কী চায়, শিক্ষক কী চায় সবার মতামত নিয়ে কিছু একটা করতে হবে।’
আরও পড়ুন: বিজ্ঞপ্তি স্থগিত, বুয়েটে রাজনৈতিক কার্যক্রম চলবে
সারাবাংলা/আরআইআর/এমও