ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
১ এপ্রিল ২০২৪ ১০:৩৯
ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি একটি কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন।
রোববার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। তখন দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ওই বৃদ্ধের বাড়ি টাঙ্গাইল জেলায়। রাজধানীর জুরাইনে একটি কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন। মরদহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও
টপ নিউজ ধানমন্ডি নিরাপত্তাকর্মী নিহত প্রাইভেটকারের ধাক্কা ল্যাবএইড হাসপাতাল