Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালবৈশাখিতে লণ্ডভণ্ড সুনামগঞ্জের ২০টি গ্রাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ০৯:০০ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ১২:১৮

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখি ঝড়ে দুই উপজেলার ২০টি গ্রামের দুই শতাধিক বাড়িঘর ও দোকান বিধ্বস্ত হয়েছে।

রোববার (৩১ মার্চ) রাত ১১টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই ঝড়ের তীব্রতায় ভেঙে যায় সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ঘরবাড়ি, গাছপালা ও দোকানপাট । তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শান্তিগঞ্জ উপজেলা।

ঝড়ে দুই উপজেলায় আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঝড়ের সময় সদর হাসপাতালে যাওয়ার পথে কালিবাড়ি পয়েন্টের পুরাতন শিল্পকলা একাডেমির সামনে একটি গাছ সিএনজির উপরে পড়ে যাওয়ায় ৩ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি তদন্ত ওয়ালীউল্লাহ বলেন, ‘ঝড়ের সময় হাসপাতাল যাওয়ার পথে একটি গাছ সিএনজির উপর পড়ে যায়। এতে তিনজন আহত হন।‘

শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ‘ঝড়ের তীব্রতায় এই উপজেলায় শতাধিকের উপরে ঘরবাড়ি ও দোকানপাটের ক্ষতি হয়েছে।’

সারাবাংলা/এমও

কালবৈশাখি টপ নিউজ লণ্ডভণ্ড সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর