মেক্সিকো উপকূলে নৌকা ডুবে ৮ চীনা নাগরিকের মৃত্যু
১ এপ্রিল ২০২৪ ০৩:২৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ১০:৪০
মেক্সিকো উপকূলে নৌকা ডুবে আট চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটির অক্সাকা রাজ্যে দক্ষিণ প্রশান্ত মহাসাগর উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
যে এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে, ওই এলাকাটিকে মূলত অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার নৌ পথ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার ওই আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একজনকে জীবিত পাওয়া যায়।
মেক্সিকো কর্তৃপক্ষ বলছে, নৌকাটিতে সাতজন নারী ও একজন পুরুষ যাত্রী ছিলেন। মেক্সিকোর একজন সেটি চালাচ্ছিলেন। মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তবর্তী মেক্সিকোর চিয়াপাস রাজ্য থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। নৌকাটির চালকের কী হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অক্সাকা রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকো সীমান্তের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্লেয়া ভিসেন্টে শহরের সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া যায়। নৌকাডুবির কারণ তারা অনুসন্ধান করছে। একইসঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত করতে মেক্সিকোতে চীনা দূতাবাসের সঙ্গেও তারা কাজ করছে।
যুক্তরাষ্ট্রে অবৈধ উপায়ে পাড়ি জমানোর জন্য মেক্সিকোর স্থল ও নৌ পথ ব্যবহার করে থাকেন অনেক অভিবাসী। বিশেষ করে গত কয়েক বছরে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা অনেক বেড়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে, ২০২১ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা ৬৩ লাখের বেশি। ২০১৮ সাল থেকে এই সংখ্যা বাড়তে শুরু করে। এর মধ্যে আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া অভিবাসীর সংখ্যাই বেশি।
এর বাইরে যেসব দেশ থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করন, তার মধ্যে চীন উল্লেখযোগ্য। কেবল গত বছরই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত এলাকা থেকে ৩৭ হাজারেরও বেশি চীনা নাগরিককে আটক করা হয়, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাচ্ছিলেন। দুই বছর আগের তুলনায় এই সংখ্যা ৫০ গুণ বেশি।
সারাবাংলা/টিআর