Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভবিষ্যৎ বংশধরদের বাঁচাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ০০:২১

ঢাকা: ভবিষ্যৎ বংশধরদের বাঁচানোর জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ মার্চ) হোটেল রাজমনি ঈশাখাঁয় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি এ ইফতার মাহফিল আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই- ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। আপনাদের ভোটাধিকারের জন্য, স্বাধীনতার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য ও ভবিষ্যৎ বংশধরদের বাঁচানোর জন্য রুখে দাঁড়ান।’

তরুণ সমাজ এবং সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তরুণরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে, যার মাধ্যমে অবৈধ সরকার সরে যেতে বাধ্য হবে। দেশের দুঃসময়ে অত্যাচার-নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও আপনারা সোচ্চার ছিলেন। আমরা যখন কারাগারে ছিলাম, তখন আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছিলেন। ভোটাধিকার প্রতিষ্ঠার সেই লড়াই জাতি সবসময় স্মরণ রাখবে।’

মির্জা ফখরুল বলেন, ‘জনগণকে আরও ঐক্যবদ্ধ করার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণই আমাদের একমাত্র হাতিয়ার।’

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাতীয় পার্টির (কাজী জাফর) সাধারণ সম্পাদক আহসান হাবিব লিংকন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসার, রাষ্ট্রসংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।

বিজ্ঞাপন

এ ছাড়াও, উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ, অ্যাডভোকেট আবুল হোসেন, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল কাদের, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

ভবিষ্যৎ বংশধর মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর