Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বিএনপির কেন্দ্রীয় নেতা অমিতসহ ৫২ নেতা-কর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ২১:৪৫

যশোর: বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৫২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ মার্চ) দুপুরে নাশকতার বিভিন্ন মামলায় এই ৫২ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, বিএনপির এই নেতাকর্মীরা সবাই উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের সময় সীমা শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে অমিত ও সাবু ছাড়াও বিএনপি নেতা মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা যুবদল সভাপতি এম. তমাল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ রয়েছেন।

তবে এদিন বিএনপির ১২ নেতাকর্মী জামিন পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল, শরফুদ্দৌলা ছোটলু, যুবদলের যুগ্মসম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ।

বিএনপি নেতাকর্মীদের আইনজীবী দেবাশীষ দাস বলেন, ‘অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে তিন থেকে চারটি মামলা রয়েছে। কোতোয়ালি থানা, শার্শা থানা ও কেশবপুর থানার মামলায় তারা আত্মসমর্পণ করেছেন। আদালত অসুস্থ নেতাকর্মীদের জামিন দিয়েছেন এবং অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

কারাগারে নেতা বিএনপি যশোর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর