Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এডিবির সহায়তা প্রয়োজন’

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ২১:২০ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ২২:১০

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা প্রয়োজন। সেইসঙ্গে অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের এগিয়ে আসতে হবে। কেননা এক্ষেত্রে চাহিদা অনুযায়ীয় সরকারি বিনিয়োগ কম রয়েছে। যদিও জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। কিন্তু এর ক্ষতিকর প্রভাবের সবচেয়ে বেশি শিকার আমরা।

বিজ্ঞাপন

রোববার (৩১ মার্চ) এডিবির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সচিবালয়ে মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে এডিবির পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন। এ সময় সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংও উপস্থিত ছিলেন। পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী বলেছেন, ‘সরকার আন্তর্জতিক উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাংলাদেশে প্রকল্প চায়।’ তিনি আরও বলেন, ‘অভিযোজন প্রচেষ্টায় বেসরকারি খাতের অনীহা রয়েছে। অভিযোজন নগদীকরণ এবং স্থানীয়ভাবে নেতৃত্বাধীন উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি আন্তঃসীমান্ত বায়ুদুষণ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা দরকার।’

ফাতিমা ইয়াসমিন বলেন, ‘ডেল্টা প্ল্যান, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকবে এডিবি।’

তিনি জানান, জলবায়ু তহবিলের মোট ৯ দশমিক ৮ বিলিয়ন ডলারের মধ্যে বাংলাদেশের জন্য ২ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি রয়েছে।

সারাবাংলা/জেজে/পিটিএম

এডিবি জলবায়ু পরিবর্তন সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর