বহু গুম বেনজীরের প্রত্যক্ষ নির্দেশে হয়েছে: রিজভী
৩১ মার্চ ২০২৪ ১৮:৫২ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ২২:০৪
ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালনকালে বহু গুম বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩১ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠান আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, ‘বহু গুম যার প্রত্যক্ষ নির্দেশে হয়েছে তিনি হলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয়পাত্র পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। দায়িত্ব পালনকালে এই ব্যক্তির তাণ্ডবে, আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের বহু নেতা-কর্মী রক্তাক্ত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যে সত্যিকার অর্থেই পদ্মাসেতু, ফ্লাইওভার, মেট্রোরেলের নামে মানুষের টাকা লুট করেছে, তার প্রমাণ হলো এই বেনজীর। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থনকারী তারা বিরোধীদলের ওপর নিপীড়ন চালিয়ে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছে। বিনিময়ে লুটপাটের স্বর্গরাজ্য গড়ার সুযোগ দেওয়া হয়েছে তাদের। সেটিই কিন্তু এখন বেরিয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘বেনজীর পুলিশের আইজি ছিলেন, ঢাকার পুলিশ কমিশনার ছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিরোধীদলের আন্দোলন শুরু হলেই পুলিশ ও র্যাবের উদ্দেশে তিনি বলতেন, আপনাদের বন্দুকে গুলি দেওয়া হয়েছে কি পকেটে রাখার জন্য? অর্থাৎ প্রকাশ্যে বিরোধীদলের নেতা-কর্মী ও গণতন্ত্রকামী মানুষদের হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজীর।’
সারাবাংলা/এজেড/পিটিএম