Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ১৮:০১ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৮:৪৫

সুনামগঞ্জ: শান্তিগঞ্জে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৩১ মার্চ) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য সুনামগঞ্জ কোর্টের দায়িত্বরত এসআই ছিলেন। এছাড়া এই ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন আহমদ গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সিলেট থেকে সাদা রঙয়ের একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১৫-৮৩৭৪) সুনামগঞ্জ কোর্টে আসছিলেন এসআই মহিউদ্দিন আহমদ ও মামুন আহমদ। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান এসআই মহিউদ্দিন।

আরেক পুলিশ সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিলেট থেকে কোর্টে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত হন। আমরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে এবং অপর আরেক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

পুলিশ কর্মকর্তা নিহত প্রাইভেট কার

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর