সেনজেনে যুক্ত হলো আরও দুই দেশ
৩১ মার্চ ২০২৪ ১৭:৫০ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৯:৪৯
ইউরোপের সেনজেন এলাকায় যোগ দিয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। ১৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর সেনজেন এলাকায় যুক্ত হলো দেশ দুটি।
তবে দেশ দুটির সেনজেন অন্তর্ভুক্তি আংশিক। অস্ট্রিয়ার ভেটোর কারণে দেশ দুটি থেকে কেউ স্থলপথে বিনা ভিসায় সেনজেন এলাকায় প্রবেশের সুযোগ পাবেন না। শরণার্থীদের আগমনের উদ্বেগের কারণে অস্ট্রিয়া এই ভেটো দিয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, এটি রোমানিয়া ও বুলগেরিয়া উভয় দেশের জন্যই একটি বড় সাফল্য। সেনজেন এলাকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তও এটি। বিশ্বের অবাধ চলাচলের বৃহত্তম এলাকা সেনজেন। একসঙ্গে আমরা আমাদের সকল নাগরিকের জন্য একটি শক্তিশালী আরও ঐক্যবদ্ধ ইউরোপ তৈরি করছি।
এখন সেনজেনভুক্ত দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯। ২৭টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের ২৫টিই সেনজেনের অংশ। এর বাইরে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচেস্টাইন সেনজেনের সদস্য।
রোমানিয়ার সরকার বলেছে, এখন থেকে বুখারেস্টের বৃহত্তম ওটোপেনি বিমানবন্দরসহ চারটি সমুদ্রবন্দর এবং ১৭টি বিমানবন্দরে সেনজেন নিয়ম প্রযোজ্য হবে। যাত্রীদের সহায়তার জন্য অতিরিক্ত সীমান্ত পুলিশ এবং ইমিগ্রেশন অফিসার মোতায়েন করা হবে।
উল্লেখ্য যে, ২০২৩ সালের জানুয়ারিতে রোমানিয়া এবং বুলগেরিয়াকে পেছনে ফেলে সেনজেনে যোগ দেয় ক্রোয়েশিয়া। ফলে দেশটি সেনজেনের ২৭তম সদস্য হয়।
১৯৯৫ সালে ইউরোপের কয়েকটি দেশ নিয়ে সেনজেন এলাকা গঠিত হয়। যদিও তারও ১০ বছর আগে ১৯৮৫ সালে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর পাঁচ সদস্য প্রথমে এই অঞ্চল গড়তে একটি চুক্তিতে স্বাক্ষর করে। দেশগুলো হলো- জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। চুক্তি স্বাক্ষরের এক দশক পর ১৯৯৫ সালে এই পাঁচ দেশই প্রথম সেনজেন এলাকা চালু করে। পরে ইউরোপের অন্যান্য দেশ সেনজেনে যুক্ত হয়।
সেনজেনভুক্ত দেশগুলো তাদের নিজেদের সীমান্ত অন্য সেনজেন সদস্যের জন্য খুলে রাখে। একটি সেনজেন দেশের নাগরিকত্ব বা ভিসা থাকলে অন্য সকল সদস্য দেশ ভ্রমণ করা যায়। ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন নামক শহরে পাঁচ দেশ চুক্তি সই করে বলে এই চুক্তির নাম সেনজেন চুক্তি।
সারাবাংলা/আইই