Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ১৭:২৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (৬৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৩১ মার্চ) সকালে এ শিবগঞ্জের কলাবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম উপজেলার ১৯ বিঘি গ্রামের মৃত তারিফ আলীর ছেলে।

আহতরা হলেন- মো. আজিজ (৪০), মো. মহসিন (৬০), বিলকিস (৩০) এবং ছয় বছরের শিশু আনিকা।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলমগীর কবির জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। এরমধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নতি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড হয়েছে। এ ছাড়া একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে সোনামসজিদগামী একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী রাকিবুল ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন চারজন। ঘাতক ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইআ

অটোরিকশা যাত্রী চাঁপাইনবাবগঞ্জ ট্রাকের ধাক্কায় নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর