সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮
৩১ মার্চ ২০২৪ ১৬:৩৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৭:৪১
সিরিয়ার উত্তর আলেপ্পো প্রদেশের আজাজ নামক একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন।
হোয়াইট হেলমেট নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় উত্তর সিরিয়ার আলেপ্পো শহর। রোববার ভোরে শহরের পাশে একটি জনবহুল বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এএফপির একজন সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান একটি ছিন্নভিন্ন গাড়ির অবশিষ্টাংশ ব্যস্ত বাজারের মধ্য দেখতে পেয়েছেন তিনি।
স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দলের বরাত দিতে বিবিসির খবরে বলা হয়েছে, বোমাটি যখন বিস্ফোরিত হয় তখন ঈদুল ফিতরের আগে ক্রেতারা নতুন জামাকাপড় কেনার জন্য ব্যস্ত ছিল।
ঘটনার পরের বিভিন্ন ফুটেজে মাটিতে পড়ে থাকা মৃতদেহ, ক্ষতিগ্রস্ত ভবন এবং আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির অবশিষ্টাংশ দেখা গেছে।
এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা সংগঠন।
সারাবাংলা/আইই