হাবিবের বাসায় রিজভী
৩১ মার্চ ২০২৪ ১৪:৩৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৫:০৩
ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক, নব্বয়ের গণআন্দোলনে অন্যতম ছাত্রনেতা কারাবন্দি হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩১ মার্চ) সকালে তার শ্যামলীর বাসায় যান রুহুল কবির রিজভী।
এ সময় রিজভী বলেন, ‘আমরা আশা করব- সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং ঈদের আগেই হাবিবুর রহমান হাবিবসহ বিএনপির সকল কারাগারাবন্দি নেতা-কর্মীর মুক্তি দেবে। রাজনৈতিক নেতাদের কারাবন্দি রেখে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। নির্যাতন-নীপিড় যত বাড়বে, আন্দোলন তত তীব্র হবে। আন্দোলনের মাধ্যমেই জনগণ ভোটাধিকার প্রতিষ্ঠা হবে।’
রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সারাবাংলা/এজেড/ইআ