Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেন্ডিস-জয়সুরিয়ায় ৫০০ রানের পথে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৪ ১৪:৪৬ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৬:২৪

প্রথম ইনিংসে শ্রীলংকার রানের পাহাড়

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৪০০ পেরিয়ে বিশাল স্কোরের ভিত দৃঢ় করেছিল শ্রীলংকা। চা বিরতির পরে খুব বেশি রান না দিলেও হতাশা বেড়েই চলেছে বাংলাদেশের। বেশ কয়েকটি ক্যাচ মিসের মাশুল হিসেবে লংকানদের স্কোর আরও বড় হতে দিয়েছেন শান্তরা। কামিন্দু মেন্ডিস-প্রবাথ জয়সুরিয়ার দারুণ ধৈর্যশীল ব্যাটিংয়ের সুবাদে চা বিরতি পর্যন্ত শ্রীলংকার স্কোর ৭ উইকেটে ৪৭৬ রান।

লাঞ্চের পর শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। চান্ডিমাল ফেরেন তৃতীয় বলেই। খালেদের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হয় আগের ম্যাচের সেরা ব্যাটারকে। ফেরার আগে চান্ডিমাল করেছেন ৭০ রান। কিছুক্ষণ পর নিজের দ্বিতীয় উইকেট পেতে পারতেন খালেদ। তবে জয়সুরিয়ার ক্যাচ স্লিপের তিন ফিল্ডারের কেউই ধরতে পারেননি। তাইজুলের বলে সেশনের শেষের দিকে আবারও জীবন পেয়েছেন জয়সুরিয়া। তার ক্যাচ মিস করেছেন লিটন।

বিজ্ঞাপন

কামিন্দু মেন্ডিসও জীবন পেয়েছেন। মিরাজের বলে কট বিহাইন্ড আউট দেওয়া হয়েছিল তাকে। তবে রিভিউ নিয়ে বেঁচে যান মেন্ডিস। ভাগ্য সহায় হওয়া এই জুটি এরপর ঠাণ্ডা মাথায় ব্যাটিং করেছেন। চান্ডিমাল ফেরার পর থেকে রানের গতি কিছুটা কম হলেও একেবারে মন্থর হতে দেননি। এই জুটি গড়ার সময় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি পাওয়া মেন্ডিস।

চা বিরতির অল্প কিছুক্ষণ আগে মেন্ডিস-জয়সুরিয়া জুটি ভাঙ্গেন সাকিব। ২৮ রান করা জয়সুরিয়াকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। জয়সুরিয়া ফিরলে ভাঙ্গে ৬৫ রানের জুটি। এরপর সেশনের শেষ ১০ মিনিটে আর উইকেট পায়নি বাংলাদেশ। ৫৪ রানে অপরাজিত আছেন মেন্ডিস। এই সেশনে শ্রীলংকা তুলেছে ৬৫ রান।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের শুরুতে চান্ডিমালকে সাথে নিয়ে দিনের প্রথম ঘণ্টাটা বিপদ ছাড়াই পার করেছেন ডি সিলভা। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে এটি জুটি আজকের দিনের প্রথম ভাগে তুলেছে ৬১ রান। প্রথম ঘণ্টায় আকাশ অনেকটাই মেঘলা থাকায় পেসারদের বাড়তি সুবিধার সম্ভাবনা দেখছিল বাংলাদেশ। তবে হাসান মাহমুদ ও খালেদ তেমন কিছুই আদায় করতে পারেননি পিচ থেকে। সাকিব-মিরাজ-তাইজুলদেরও তেমন ভয়ংকর মনে হয়নি। সবাইকে অনায়াসেই খেলেছেন দুই লংকান ব্যাটার। পেসারদের দারুণভাবে সামলে ফিফটি পূর্ণ করেন চান্ডিমাল।

৮৬ রানের জুটি আরও ভয়ংকর হয়ে ওঠার আগেই আঘাত হানেন সাকিব। চান্ডিমাল ৫৯ রান করে ফিরেছেন লিটনের হাতে ক্যাচ দিয়ে। ৩৭৫ রানের মাথায় ৫ম উইকেট হারায় শ্রীলংকা। সাকিবের এই উইকেটে কিছুটা আশার আলো দেখেছিল বাংলাদেশ। লাঞ্চের আগে আরও একটি ধাক্কা দিয়ে ম্যাচে ফেরার আশায় ছিলেন শান্তরা।

তবে চান্ডিমাল ফিরলেও ক্রিজে অবিচল আছেন ডি সিলভা। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন কামিন্দু মেন্ডিস। আগের ম্যাচের দুই নায়কের জুটি লাঞ্চের আগ পর্যন্ত আর বিপদ হতে দেননি। ৬টি চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসে ডি সিলভা অপরাজিত আছেন ৭০ রানে। মেন্ডিস করেছেন ১৭ রান, মেরেছেন ৩টি চার। এই জুটি যোগ করেছে ৩৬ রান।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

 

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর