Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ১৩:২২

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ ২ জন নিহত হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকালে মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এছাড়াও দুই যাত্রী আহত হয়েছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে ৩ যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কাভার্ডভানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।

আহত অবস্থায় ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

সারাবাংলা/এমও

কাভার্ড ভ্যান টপ নিউজ প্রাইভেটকারের ধাক্কা

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর