লেবাননে ইসরাইলি ড্রোন হামলা, জাতিসংঘের ৪ কর্মকর্তা আহত
৩১ মার্চ ২০২৪ ১১:৪০ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৩:২২
দক্ষিণ লেবাননের রামিশে ইসরাইলি ড্রোন হামলায় জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন।
শনিবার (৩০ মার্চ) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণের পেছনে দায়ী ইসরাল। ইসরাইলি ড্রোন দক্ষিণ লেবাননের সেই এলাকায় হামলা চালিয়েছে যেখানে পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।
তবে ইসরাইলি সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, ‘আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) আজ সকালে রামিশ এলাকায় ইউনিফিলের কোনো গাড়িতে হামলা করেনি।’
এক বিবৃতিতে জাতিসংঘের মিশন ইউনিফিল বলেছে, দক্ষিণ লেবাননকে ইসরাইল থেকে বিভক্ত করা জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ বরাবর একটি টহল দলের কাছে বিস্ফোরিত হয়েছিল একটি শেল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে।
এছাড়া, শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে ইউনিফিল।
পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে লেবাননের অনুবাদক স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
সারাবাংলা/ইআ