Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ১১:০১

নোয়াখালী: জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে আগেুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মান্নান নগর দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান, রাত সোয়া ১টার দিকে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো.খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড় দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে আনুমানিক ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

সারাবাংলা/এনএস

অগ্নিকাণ্ড নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর