Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকসহ ২ নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৯:৫৯

গাজীপুর: পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) রাত থেকে শনিবার (৩০ মার্চ) ভোর পর্যন্ত গাজীপুর জেলার টঙ্গী, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ মার্চ) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় হালিমা আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত হালিমা আক্তার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কাচারী পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। এ ঘটনায় পোশাক শ্রমিক ও স্থানীয়রা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাফিজুর ইসলাম বলেন, ‘নিহত ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক গাড়িটিকে শনাক্ত করার কাজ চলছে।’

অপরদিকে, শনিবার (৩০ মার্চ) রাত ২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় ফাতেমা বেগম (৩৫) নামের এক নারী পিকআপ চাপায় নিহত হয়েছেন। নিহত ফাতেমা বেগম জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নুর ইসলামের স্ত্রী।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব মোর্শেদ বলেন, শনিবার রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালার ২নং সিএন্ডবি বাজার এলাকায় ঝিনুক কার সার্ভিসিংয়ের সামনে ফাতেমা বেগম নামের এক নারী সড়ক পাড় হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী লেনে একটি পিকআপ (ঢাকা মেট্টো-ন-১২-৫৩৫১) ওই নারীকে ধাক্কা দিলে ওই নারী গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পাড় হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, শনিবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় জিএমএস গার্মেন্টেস কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে।

সারাবাংলা/এমও

গাজীপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর