Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ সেমাই কারখানায় অভিযান, ৮৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৯:৫৪

দিনাজপুর: হিলিতে অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই কারখানা মালিককে ৮৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি একটি কারখানা সিলগালা করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দেবখন্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

এসময় তিনি একটি লাইসেন্স দিয়ে দু’টি কারখানা পরিচালনার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি অভিযোগে ‘রিমা লাচ্ছা সেমাই’ কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া লাইসেন্স না থাকায় ‘আকাশ লাচ্ছা সেমাই’ কারখানা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ‘বেশকিছু মিডিয়াতে অবৈধ সেমাই কারখানার নিউজ করায় বিষয়টি আমাদের নজরে আসে এবং আজ বিকেলে অভিযান চালিয়ে কারখানা মালিকদের জরিমানা করা হয়।’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

জরিমানা সেমাই কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর