Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার: আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৯:০৭

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে নিখোঁজের একদিন পর ভুট্টাক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ বছর বয়সী শিশুটির নাম জিৎ কুমার। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের বাসিন্দা রণজিৎ কুমারের ছেলে।

বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল জিৎ কুমার।

শনিবার (৩০ মার্চ) বেলা দুইটার দিকে করতোয়া নদীর তীরবর্তী পলুপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে গেবিন্দগঞ্জ থানা পুলিশ ।

পুলিশ জানায়, শিশু জিৎ কুমার গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে শনিবার সকালে বিশ্বজিৎ নামে সন্দেহভাজন এক কিশোরকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার বেলা দুইটার দিকে নিখোঁজ শিশু জিৎ কুমারের লাশ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ জানান, তদন্তের স্বার্থে আটকদের নাম আপাতত প্রকাশ করা যাবে না। শিশুটিকে হত্যা করে লাশ ভুট্টাক্ষেতে ফেলে রাখার পেছনে কী রহস্য থাকতে পারে তার তদন্ত করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/একে

গাইবান্ধা লাশ উদ্ধার শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর