Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর শক্ত খুঁটি পার্শ্ববর্তী দেশ: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৮:১৬

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশের প্রত্যেকটি আবদার পূরণ করতে হয় শেখ হাসিনাকে। কারণ, ক্ষমতায় থাকার জন্য তার শক্ত খুঁটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ।

শনিবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সীমান্ত চুক্তির পরও বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে ভারতের বিএসএফ। প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায় কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক, একটু মাথা উঁচু করে কথা বলতে পারে না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কি পেয়েছেন তাদের কাছ থেকে? সব দিয়েছেন, কিন্তু ন্যায্য যে অধিকার তিস্তার পানি, গঙ্গার পানি পাননি। তার পরও এত নতজানু কেন? আপনি (প্রধানমন্ত্রী) ভারতের বিরুদ্ধে কথা বলতে পারেন না। কিন্তু সাইফুল আলম নিরবরা মাথা তুলে কথা বলতে পারে। তাদের আপনি কারাগারে আটকে রাখেন, যারাই গণতন্ত্রহীনতার বিরুদ্ধে কথা বলে, তাদেরই কারাগারে পাঠান।’

‘কিন্তু প্রতিবেশী দেশ প্রতিনিয়ত আমাদের ছোট করছে, উইপোকার সঙ্গে তুলনা করছে আপনি (প্রধানমন্ত্রী) তার কোন প্রতিবাদ করতে পারে না। আপনি নিশ্চুপ। কারণ, আপনি একটি ডামি সরকারের প্রধানমন্ত্রী। আপনি অবাধ-সুষ্ঠু নির্বাচনকে ভয় পান, জনগণের ভোটকে ভয় পান। এই কারণেই আপনাকে একটি শক্ত খুঁটির সঙ্গে থাকতে হয়। আর সেই শক্ত খুঁটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ’— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এই শক্ত খুঁটির (ভারত) কারণে তিনি (প্রধানমন্ত্রী) বাংলাদেশের মানুষকে ত্যাজ্য করেছেন, ভোটারদেরকে ত্যাজ্য করেছেন, গণতন্ত্রকে ত্যাজ্য করেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনকে ত্যাজ্য করেছেন।’

বিজ্ঞাপন

যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুর্তাজুল করিম বাদরুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বিএনপি রিজভী রুহুল কবির রিজভী শেখ হাসিনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর