Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না: মঈন খান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৮:৪১

ঢাকা: সরকার ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

শনিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর মগবাজারে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাসায় পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

ড. মঈন খান বলেন, ‘কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ অন্য দল করবে। এভাবেই সারা দুনিয়া চলে আসছে। কিন্তু সরকার ভিন্ন মত প্রকাশের সুযোগ দিচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে এসে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করব-সরকার গণতন্ত্রে বিশ্বাস করবে। মানুষকে তাদের মতামত প্রকাশের সুযোগ দেবে। ভোটের অধিকার ফিরিয়ে দেবে। সরকার মুখে যা বলে বাস্তবে তা প্রমাণ করবে।’

ড. মঈন খান বলেন, ‘সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমরা মুক্ত পরিবেশে বসবাস করতে চাই। কথা বলার স্বাধীনতা চাই।’

‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’- আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘সরকারের অভিযোগ সত্যি নয়। বিএনপি যদি বিদেশিদের ওপর নির্ভর করত, তাহলে সারা বছর এসি রুমে বসে সিনেমা দেখত। কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন করছে, সভা-সমাবেশ করছে। সারাদেশে পদযাত্রা করেছে। সুতরাং সরকারের অভিযোগের কোনো ভিত্তি নেই।’

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ বিএনপি মঈন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর