মাগুরায় বাস চাপায় ৩ সিএনজি যাত্রী নিহত
৩০ মার্চ ২০২৪ ০৮:৫৪ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১১:০২
মাগুরা: জেলার শালিখা উপজেলায় বাসের চাপায় নারীসহ তিনজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ছয়ঘরিয়ায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিলন কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিত্যানন্দ দে’র স্ত্রী নিরুপা রানী (৪০), নারায়ন চন্দ্র দে’র স্ত্রী পুষ্প রানী (৫০) ও কালিপদ শিকদারের স্ত্রী মধু শিকদার (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শালিখা উপজেলার ছয়ঘরিয়ায় হাজমবাড়ি মোড়ে সিএনজি ও বাসের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন এবং অপর ছয়জন গুরুতর আহন হয়েছেন।
শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, মাগুরার চঞ্চল গোসাইয়ের আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান দেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টার দিকে একটি সিএনজিতে করে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। পথে উপজেলার ছয়ঘড়িয়া হাজাম বাড়ির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে ঘটনাস্থলে নিরুপমা ও পুষ্প নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী মধু শিকদার
নিহতদের মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/এনএস