Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলাপুর স্টেশনে র‍্যাবের কন্ট্রোল রুম

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৪ ২১:০৭

ঢাকা: যাত্রীদের নিরাপত্তায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কন্ট্রোল রুম চালু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তা ছাড়া থাকছে হটলাইন নম্বর। কন্টোল রুম থেকে যাত্রীরা যে কোনো আইনগত সহায়তার পাশাপাশি জাল টাকা শনাক্তকরণসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করে র‍্যাব-৩। র‍্যাব-৩ অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

র‍্যাব-৩ জানিয়েছে, কমলাপুর রেলস্টেশনে স্থাপিত কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। এখান থেকে যাত্রীরা সব ধরনের সেবা নিতে পারবেন। বিশেষ করে যে কোনো আইনগত সহায়তা ছাড়াও জাল টাকা শনাক্তকরণ, সন্দেহভাজন ব্যাক্তিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে আইনের আওতায় আনা হবে। এছাড়া বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তি সহায়তা চাইলে সহায়তা করবে র‌্যাব সদস্যরা।

ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে দ্রুত যাত্রীদের সহায়তা করা হবে। যে কোনো প্রয়োজনে র‌্যাবের হটলাইন নম্বর দেওয়া হয়েছে। যার নম্বর- ০১৭৭৭-৭১০৩৯৯।

সারাবাংলা/ইউজে/একে

কন্ট্রোল রুম কমলাপুর র‍্যাব

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর