Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসায় শিক্ষার্থীকে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৪ ১৯:৩১

যশোর: যশোরের চৌগাছায় এক মাদরাসা শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে চৌগাছার কয়ারপাড়া হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ওই মাদরাসার অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন। এদিন রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, শিশুটিকে মাদরাসা শিক্ষক একের পর এক বেত্রাঘাত করছেন। এমনকি লাথিও মারছেন। এ সময় শিশুটি বারবার শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করছে।

ভুক্তভোগী ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী জানায়, মোবাইল ফোনে এসএমএস দেওয়া নিয়ে তার ওপর ক্ষিপ্ত হন কয়রাপাড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক আখতারুজ্জামান। ক্ষিপ্ত হয়ে তিনি তাকে বেধড়ক পেটান। পা ধরে বারবার ক্ষমা চাইলে বুক বরাবর লাথিও মারেন।

এদিকে, নির্যাতনের এই ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

ওই শিক্ষার্থীর বাবা আলী আকবর বলেন, ‘তার ১৩ বছর বয়সী ছেলেকে নির্মমভাবে নির্যাতন করেছেন শিক্ষক আখতারুজ্জামান। এতে তার শরীরের বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছে।’

সারাবাংলা/এমও

মাদরাসা শিক্ষার্থীকে নির্যাতন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর