Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলকে গাজায় খাদ্য সরবরাহ নিশ্চিতে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৪ ১২:৪৩ | আপডেট: ৭ এপ্রিল ২০২৪ ১২:১০

গাজার রাফা শহরে খাদ্যের জন্য অপেক্ষায় ৮ বছরের শাইমা, ছবি: আলমায়াদিন

যুদ্ধের পর থেকে গাজাকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। ১৭৫ দিন ধরে চলা এ হামলার কারণে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে । পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, পানিশূন্যতা ও অনহারে মৃতের ঘটনা ঘটেছে। যাকে দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসরাইলকে গাজায় নির্বিঘ্নে খাদ্য সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতিসংঘের শীর্ষ আদালত (আইসিজে)। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মার্চ) ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষ প্রতিরোধে ইসরাইলকে নির্দেশনা দিয়ে নতুন আদেশ জারি করেন হেগের আন্তর্জাতিক বিচার আদালত। এদিকে গাজায় রাফায় অভিযান পরিচালনা করতে সামরিক বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নির্দেশনায় আদালত বলেছেন, ইসরাইলকে অবশ্যই ‘বিলম্ব না করে’ গাজায় খাদ্য, পানি, বিদ্যুৎ, জ্বালানি, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা সেবা ও চিকিৎসা সরঞ্জাম এবং স্যানিটেশনসহ জরুরিভিত্তিতে প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং সহায়তাগুলো পৌঁছানোর জন্য ‘বাধাহীন ব্যবস্থা’ নিশ্চিত করতে হবে।

এদিকে গাজায় আটক সৈন্যদের আত্মীয়দের ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, শুধুমাত্র সামরিক চাপই তাদের মুক্তি নিশ্চিত করবে এবং সেনাবাহিনী ‘রাফাহতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে’।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমরা গাজা উপত্যকার উত্তর এবং খান ইউনিস জয় করেছি।’ পরবর্তীতে দক্ষিণ রাফাহ শহরের স্থল অভিযান পরিচলনা করা হবে।

এদিকে গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৫৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭৪ হাজার ৯৮০ জন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।

সারাবাংলা/এনএস

ইসরাইল গাঁজা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর