‘ক্রিপ্টো কিং’য়ের ২৫ বছরের কারাদণ্ড
২৯ মার্চ ২০২৪ ১২:০৪ | আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৩:৫১
এফটিএক্স। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় আর্থিক জালিয়াতিতে দেউলিয়া হয়ে পড়েছিল এই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। সহপ্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইডের বিরুদ্ধে এই এক্সচেঞ্জের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৮০০ কোটি ডলার চুরির অভিযোগ ছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মার্চ) ম্যানহ্যাটনের এক আদালতে এ সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানির পর ব্যাংকম্যান-ফ্রাইডকে এ সাজা দেন মার্কিন জেলা জজ লুইস কাপলান।
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স প্রতিষ্ঠা করে ৩০ বছর বয়সের মধ্যেই ব্যাপক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড। রীতিমতো ‘ক্রিপ্টো কিং’ তকমা পেয়ে যান। ব্যাংকম্যানের তরতর করে সেই উত্থানের পতন হলো শেষ পর্যন্ত কারাদণ্ডে।
২০২২ সালে এফটিএক্সের আচমকা পতনের আগ পর্যন্ত ব্যাংকম্যান-ফ্রাইড ক্রিপ্টোকারেন্সির হাই প্রোফাইল চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত ছিলেন। কিন্তু এফটিএক্সের পতনের পর খুব দ্রুতই পরিস্থিতি বদলে যায়।
মামলার শুনানিতে ফ্রাইড দাবি করেছিলেন, এফটিএক্সের গ্রাহকরা প্রকৃতপক্ষে অর্থ হারাননি। কিন্তু আদালত তার এ দাবি গ্রহণ করেননি। বিচার চলাকালে স্বীকারোক্তিতেও ফ্রাইডের মিথ্যাচারের প্রমাণ আদালত পেয়েছেন।
২০২২ সালে যখন এফটিএক্সের পতন নয়, তখন ফ্রাইডের বিরুদ্ধে জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে গ্রাহকদের শত শত কোটি ডলার লুটে নেওয়ার বিভিন্ন অভিযোগ ওঠে। ফ্রাইডের কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় আর্থিক প্রতারণা বলে অভিহিত করেন তদন্তকারী কর্মকর্তারা। গত বছরের ২ নভেম্বর এ রকম সুনির্দিষ্ট সাতটি অভিযোগে ফ্রাইডকে দোষী সাব্যস্ত করেছিলেন একজন বিচারক।
ব্যাংকম্যান-ফ্রাইডকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যে বিচারক সেই কাপলান বলেন, তিনি জানতেন যে ভুল করেছেন। অপরাধ করেছেন। কিন্তু তিনি ধরা পড়বেন না বলে যে বাজি ধরেছিলেন, সেই বাজিতে হেরে যাওয়ার জন্য অনুশোচনা করেছেন। কিন্তু নিজের ভুল ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
এর আগে আদালতে ফ্রাইড নিজেই বলেছিলেন, ‘আমি জানি যে বহু মানুষ আশাহত হয়েছে।’ এর জন্য সামান্য দুঃখপ্রকাশ করা ছাড়া আর কোনো অনুভূতিই কাজ করেনি তার মধ্যে।
এদিকে ব্যাংকম্যান-ফ্রাইডের আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। ফ্রাইডের মা-বাবাও বলেছেন, তারা ছেলের জন্য লড়াই অব্যাহত রাখবেন।
সারাবাংলা/টিআর
এফটিএক্স কারাদণ্ড ক্রিপ্টো কিং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ টপ নিউজ স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড