Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৪ ২২:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক লাখ টাকা সমপরিমাণ জাল নোটসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে জাল নোট সরবরাহের পরিকল্পনা করছিল তারা।

বুধবার (২৭ মার্চ) কোতোয়ালি থানার স্টেশন রোড ও ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জন হলেন- মনিরুল আলম (৪৭), হারুনুর রশিদ (৩৪) ও মাসুদ আলম চৌধুরী (৩৫)।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রথমে মনিরুল ও হারুনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার হয়। পরে অভিযান চালিয়ে মাসুদেকে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ওসি ওবায়দুল হক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ নোটগুলো তারা সংগ্রহ করে এনে নগরীর বিভিন্ন জায়গায় সরবরাহ করেন বলে জানিয়েছেন। ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীর নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও টেরিবাজার এলাকায় ক্রেতা–বিক্রেতাদের কাছে তারা জাল নোট সরবরাহ করে আসছেন।

জালনোটের উৎস এবং চক্রের বিষয়ে জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/আইসি/পিটিএম

গ্রেফতার জাল নোট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর