Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সোমালিয়ান জলদস্যুদের মতো গণতন্ত্র লুট করেছে আওয়ামী লীগ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৪ ২২:৩০

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ সোমালিয়ান জলদস্যুদের মতো বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার লুট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

বুধবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সোমালিয়ান জলদস্যুরা যেভাবে গভীর সমুদ্রে জাহাজ লুট করে, ঠিক একইভাবে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার লুট করেছে। আওয়ামী লীগের কবল থেকে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ডান-বাম, মধ্যপন্থি সব দেশপ্রেমিক রাজনৈতিক দলকে এক মোহনায় মিলিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলন জোরদার করতে হবে।’

তিনি বলেন, ‘গণআন্দোলন কখনও ব্যর্থ হয় না, তবে অনেক সময় দীর্ঘায়িত হয়। এই দীর্ঘায়িত হওয়ার কারণ হচ্ছে সরকার পুলিশ, র‌্যাব, দুদকসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে বিএনপিকে দমন করার কাজে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করছে। যার কারণে বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্রীয় জুলুমের শিকার হচ্ছে।’

দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘দমন-পীড়ন চালিয়ে অতীতে কোনো স্বৈরাচার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেনি। বর্তমান ক্ষমতাসীন সরকারও পারবে না। সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং বিএনপি আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।’

নগরীর হালিশহরে একটি কমিউনিটি সেন্টারে সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে সভায় বিএনপি নেতা ইশরাক হোসেন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন, সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সাংবাদিক জাহেদুল করিম কচি বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ আব্দুল্লাহ আল নোমান গণতন্ত্র বিএনপি লুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর