মন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের
২৮ মার্চ ২০২৪ ১৮:১৩ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৯:০৭
ঢাকা: বেতন-ভাতা বাড়ানো ও বকেয়া বেতন পাওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন সারাদেশের ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন তাদের দাবি-দাওয়ার সঙ্গে একমত পোষণ করে দ্রুত তা পূরণের আশ্বাস দিলে চিকিৎসকরা সেই আন্দোলন স্থগিত করেছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন ইস্যুতে কথা বলেন। ঈদুল ফিতরের আগেই বকেয়া বেতন পাওয়া ও দ্রুতই তাদের বেতন-ভাতা বাড়ানোর আশ্বাস দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছেন। আমি মনে করি, তাদের দাবি যৌক্তিক। তাদের আন্দোলনের সঙ্গে আমিও একমত। কারণ যেভাবে দ্রব্যমূল্য বেড়েই চলেছে, তাতে তাদের বেতন-ভাতা বাড়ানো দরকার।
মন্ত্রী বলেন, ইন্টার্ন চিকিৎসকরা অনেক পরিশ্রম করে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। বড় বড় চিকিৎসকরা রাউন্ড দেন, চিকিৎসা দেন। কিন্তু পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্নরা সবসময় রোগীদের পাশে থাকেন।
ডা. সামন্ত আরও বলেন, চিকিৎসকদের চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে আমি নিজেই কথা বলেছি। কাগজপত্র দেখিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন, আন্দোলনের দাবি-দাওয়া দেখবেন। আশা করি তারা বেতন-ভাতা পেয়ে যাবেন। আন্দোলনরত চিকিৎসকরাও কাজে ফিরে যাবেন বলে আমাদের সঙ্গে একমত হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সাদেকুল ইসলাম বলেন, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। মন্ত্রী আমাদের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এক মাসের মধ্যে আমাদের বেতন-ভাতা বাড়ানো হবে বলে জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. জাবের হোসেন বলেন, স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঈদের আগেই আমাদের বকেয়া বেতন দেওয়া হবে। তিনি (স্বাস্থ্যমন্ত্রী) প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে আমাদের জানিয়েছেন। বলেছেন, এক মাসের মধ্যে আমাদের বেতন-ভাতা বাড়বে। এ কারণে আমরা আপাতত আন্দোলন থেকে সরে এসেছি।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসএসআর/টিআর
আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসক টপ নিউজ ডা. সামন্ত লাল সেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী