Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে পৌছেছেন ভুটানের রাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৪ ১৩:০৬ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৪:২৬

কুড়িগ্রাম: কুড়িগ্রামে পৌছেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সৈয়দপুর বিমান বন্দর থেকে সড়ক পথে কুড়িগ্রাম সার্কিট হাউজে এসে পৌছান।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, ভুটানের রাজা দুপুর দেড়টা পর্যন্ত সার্কিট হাউজে অবস্থান করবেন। এরমধ্যে তিনি দুপুরের খাবার খাবেন। এরপর দুপুর দেড়টায় ধরলার পাড়ে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত জায়গা পরিদর্শন করবেন। সেখানে রাজা ১৫ মিনিট অবস্থানের পর সড়ক পথে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের দিকে যাত্রা শুরু করবেন। স্থল বন্দরে পৌছে বিশেষ ইমিগ্রশনের মাধ্যমে ভারত হয়ে ভুটানে ফিরে যাবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া, ২১৯ একর জমির উপর গড়ে তোলা হবে জিটুজি ভিত্তিতে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। রাজার আগমনকে ঘিরে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে প্রশাসন বলেও জানান তিনি।

জেলা প্রশাসক আরও জানান, ভুটানের রাজার আগমনে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভুটান দুই দেশের যৌথ উদ্যোগর ধরলার গড়ে তোলা হবে জিটুজি ভিত্তিতে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আজিজ জানান, ধরলার পাড়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে সড়ক, নদী ও রেল পথের সুবিধা মিলবে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে।

সারাবাংলা/ইআ

কুড়িগ্রাম টপ নিউজ ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর