বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
২৮ মার্চ ২০২৪ ১২:২৫ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৪:১৪
লালমনিরহাট: লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক লিটন পারভেজের (২২) মরদেহ ফেরত দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে তার মরদেহ ফেরত দেয় ভারতীয় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে লালমনিরহাটের দূর্গাপুর সীমান্তের ৯২৩ নাম্বার পিলার এলাকা দিয়ে গরু পাচারের উদ্দেশ্যে ভারতীয় সীমানায় যায় লিটনসহ ৪০/৫০ জনের একটি দল। গরু চোরাকারবারি সেই দলকে লক্ষ্য করে ভারতের ৭৫ বিএসএফ এর রারথার ক্যাম্পের টহলদল গুলি ছুড়ে। এতে লিটন গুরুতর আহত হয়। পরে আহত লিটন মিয়াকে উদ্ধার করে বিএসএফ কুচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০ দিকে মারা যান লিটন।
সারাবাংলা/ইআ